ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ১০

প্রকাশনার সময়: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০৭

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। ভাঙচুর করা হয়েছে কয়েকটি বাড়ি ও দোকানপাট। আহতদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সিংহপ্রতাব এলাকার বুড়িদিয়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিংহপ্রতাব গ্রামের সাবেক ইউপি সদস্য ইব্রাহিম মোল্লার সঙ্গে পার্শ্ববর্তী বাগাটগট্টি গ্রামের মুনাম কাজীর মধ্যে বিরোধ চলছে। এই বিরোধের জেরে শুক্রবার সন্ধ্যায় মুনাম কাজীর সমর্থক শাহিন খানকে মারধর করে ইব্রাহিম মোল্লার সমর্থকরা। বিষয়টি নিয়ে রাতভর উভয়পক্ষের মধ্যে উত্তেজনা চলে। এক পর্যায়ে শনিবার সকালে দেশীয় অস্ত্র ঢাল-কাতরা ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।

প্রায় ঘণ্টাব্যাপী উভয়পক্ষের মধ্যে চলে ধাওয়া-পাল্টা। সংঘর্ষ চলাকালে বুড়িদিয়া বাজারে বাদশা মোল্লার দুটি, আজিজ শেখের একটি এবং নান্নু মোল্লার একটি দোকান ভাঙচুর করা হয়েছে। অন্যদিকে দুটি বাড়িতে হামলা চালানো হয়। সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হয়। আহতদের মধ্যে কয়েকজনকে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ ফায়েজুর রহমান (পিপিএম) বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

নয়াশতাব্দী/টিএ/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ