কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সার্ভেয়ার আবদুল মালেককে (৬৫) হত্যার ঘটনার অন্যতম আসামি ছোটন মিয়াকে (৩২) গ্রেপ্তার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ।
শনিবার (১০ ফেব্রুয়ারি) পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু ও ফোর্সের সমন্বয়ে পরিচালিত অভিযানে কটিয়াদী থানাধীন জালালপুর এলাকা থেকে আসামি ছোটন মিয়াকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ছোটন মিয়া পূর্ব কুমারপুর গ্রামের মৃত আইজ উদ্দিনের ছেলে।
গ্রেপ্তারের পর আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত এই পর্যন্ত মোট ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ছোটন মিয়া আবদুল মালেক হত্যার ঘটনায় জড়িত দুই নম্বর আসামি ছিলেন।
নয়াশতাব্দী/ডিএ/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ