কক্সবাজারের উখিয়ায় উপজেলায় একটি অজ্ঞাতনামা ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে রহমতেরবিল সীমান্ত থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সহায়তায় এ মরদেহ উদ্ধার করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন নিশ্চিত তিনি বলেন, রহমতেরবিল সীমান্ত থেকে একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের নাম পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তকরণের কাজ চলছে।
গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে রহমতেরবিল সীমান্ত এলাকায় মরদেহ দেখতে পায় পুলিশ। পরে বিজিবি পুলিশকে খবর দেয়। পরদিন মরদেহ উদ্ধার করতে গেলে ওপার থেকে গোলাগুলি হওয়ায় নিরাপত্তাজনিত কারণে ফিরে আসে পুলিশ। পরে বিজিবির সহযোগিতায় রহমতের বিল থেকে অজ্ঞাতনামা এ মরদেহ উদ্ধার করে পুলিশ।
এরআগে, আরকান আর্মির সঙ্গে মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে থেমে থেমে সংঘর্ষ হয়। এতে টিকতে না পেরে বাংলাদেশের সীমান্তে ঢুকে আশ্রয় নেয় সে দেশের ৩২৮ জন, যারা দেশটির বিজিপি, সেনাবাহিনী, নৌবাহিনী, শুল্ক কর্মকর্তাসহ বিভিন্ন সংস্থার সদস্য।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ