জমি সংক্রান্ত বিরোধের জেরে বগুড়ার আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মুক্তার হোসেনের পথরোধ করে মারধরের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিহিগ্রাম ওস্তাদপাড়া ইসরাফিলের বাড়ির পিছনে এ ঘটনা ঘটে।
আহত ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ইউপি সদস্য মুক্তার হোসেন অভিযোগ করে বলেন, তিনি বিহিগ্রাম হিন্দুপাড়ার মৃত দুই ব্যক্তির পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ এবং বন্ধকী জমির টাকা ফেরত দিতে যাচ্ছিলেন। এ সময় তিনি ওস্তাদপাড়া পৌঁছালে জমি সংক্রান্ত জেরে রেজাউল করিম খোকা নামের এক ব্যক্তি তার পথরোধ করে মারপিট শুরু করেন। কিছুক্ষণ পর খোকা তার স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে আরেক দফায় মারপিট করে তার পড়নের পাঞ্জাবি ও কোট ছিঁড়ে ফেলেন। গ্রামবাসী এগিয়ে এসে আহত মুক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় আব্দুল খালেক নামের এক ব্যক্তিকে বন্ধকী জমির পরিশোধের জন্য আনা ৩ লাখ ৫৬ হাজার টাকা হারিয়ে ফেলেন মুক্তার।
প্রত্যক্ষদর্শী আব্দুল জলিল জানান, ‘মুক্তার আমাকে নিয়ে হিন্দুপাড়া যাবেন। বাড়িতে আমাকে না পেয়ে খুঁজতে মাঠে আসেন। মাঠের দিকে তাকে আসা দেখে রেজাউল করিম খোকা ভেবেছিলেন তার বিরোধপূর্ণ জমিতে হালচাষ করতে এসেছে। এই ভেবে মুক্তারকে গালিগালাজের এক পর্যায়ে মারপিট শুরু করেন।’
জানতে চেয়ে রেজাউল করিম খোকার সাথে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, দুই পক্ষের মারপিটের ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছিল। তবে সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ