লক্ষ্মীপুরের রামগতিতে সফি বাতাইন্না নামের এক ভূমিদস্যুর হাত থেকে পরিত্রাণ পেতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মীরবাজার চরদরবেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তারা বলেন, সফি বাতাইন্না প্রকাশ সফি ডাকাত নোয়াখালীর বাসিন্দা। তিনি ৪০-৫০ জন ভূমিদস্যু ও ডাকাত বাহিনীর নেতৃত্ব দিয়ে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার দুর্গম চরাঞ্চলে প্রবেশ করে জমি দখল, খাল বিল দখল ও নারী নির্যাতনসহ এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী, গরু চুরি, ছাগল চুরিসহ নানা ধরনের চুরি ডাকাতি করে এলাকার সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। তার এসব অপকর্মের কারণে এ অঞ্চলের কয়েক হাজার মানুষ আতঙ্কে দিনাতিপাত করছে। তার সেকেন্ড ইন কমান্ডার হিসেবে রয়েছেন লতা হোসেন, ইসমাইল, খোকন, মো. কামাল, রুহুল আমিন, নুর উদ্দিন, বেলাল হোসেন, আবুল হাসিম, মুকবুল আহমেদ ও ছালাউদ্দিন অন্যতম। এদের সবার নেতা হিসেবে রয়েছেন সফি বাতাইন্না।
সফি বাতাইন্না তার বাহিনী দিয়ে হরণী ইউনিয়নের বয়ারচরের গাবতলী খালের মাথা থেকে রামগতি খালের মাথা পর্যন্ত জোরপূর্বক দখল করে নেয়। ওই জমি নল দিয়ে মেপে মোটা অংকের টাকার বিনিময়ে বিক্রি করে এবং বাঁধ তৈরি করে জলবদ্ধতা সৃষ্টি করে আসছে। এতে রামগতির বয়ারচরের কয়েকশ একর ফসলি জমি নষ্ট হয়ে যায়। তাছাড়া গরু চুরি, ডাকাতি, চাঁদাবাজি, নারী নির্যাতনসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করা হয় মানববন্ধনে।
ভুক্তভোগী সাধারণ জনগণ ভূমিদস্যু সফি বাতাইন্নার নির্যাতনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য স্থানীয় সংসদ সদস্যসহ জেলা-উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনের নেতৃত্ব দেন রামগতি উপজেলার চরগাজী ইউনিয়ন পরিষদের সদস্য ফরিদ উদ্দিন, মো. ফারুক, আবদুল বাছেত, মহিউদ্দিন, রৌশন আক্তার, তাছলিমা বেগম, আমেনা বেগম, গিয়াস উদ্দিনসহ এলাকার কয়েকশ নারী-পুরুষ অংশ নেয়।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ