ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ১

প্রকাশনার সময়: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩৫

কুড়িগ্রামের উলিপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আব্দুর রউফ মন্ডল (৬৪) নামে একজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার তবকপুর ইউনিয়নের মন্ডল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় ওই দিনই পুলিশ আহত ব্যক্তিকে দেখতে উলিপুর হাসপাতাল পরিদর্শন করে।

এলাকাবাসী জানান, ওই গ্রামের আব্দুর রউফ মন্ডল (৬৪) এর সঙ্গে একই গ্রামের মমিনুল ইসলাম (৩৬), ছক্কু মিয়া (৪৫), মিন্টু মিয়া (২৮), আমিনুল ইসলাম (৩২), আবুল হোসেন (৫২), নুর মোহাম্মদ (৫৫), আবুল কাশেম (৬০), ছকিয়ত আলী (৫৫), স্বাধীন মিয়া (২৮), জাহাঙ্গীর আলম (২৮), আলমগীর হোসেন (২৫) এর সাথে দীর্ঘদিন ধরে জমাজমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বহুবার মিটিংও হয়েছে কিন্তু সমাধান হয়নি। শুক্রবার সকালে বিরোধপূর্ণ জমি থেকে একটু দূরে কাজ শেষ করে আব্দুর রউফ ছবেদ মেম্বারের বাড়ির সামনে দিয়ে হেঁটে ওই জমিতে যাচ্ছিলেন। এসময় বিবাদীরা পূর্ব প্রস্তুতি মোতাবেক দেশীয় ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে তার মাথায় ও সারা শরীরে আঘাত করে। তার চিৎকারে বোরো রোপণের কাজে থাকা কয়েকজন কৃষক তাকে উদ্ধার করে দ্রুতই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করায়। এক পর্যায়ে আহত ব্যক্তির কাছে থাকা ১ লাখ ৮০ হাজার টাকাও বিবাদীরা ছিনিয়ে নেয় বলে অভিযোগ উঠে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, এ বিষয়ে একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ