ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

প্রকাশনার সময়: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১১

চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সামসুল মল্লিক (৫০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার আলুকদিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামসুল মল্লিক উপজেলার পীরপুর গ্রামের মৃত মিসকার মল্লিকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, সকালে নিজ বাড়ি থেকে ব্যক্তিগত কাজে আলুকদিয়া বাজারে আসেন সামসুল মল্লিক। এ সময় মেহেরপুর থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গা ডিলাক্স নামে দূরপাল্লার একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয়রা ঘটনাস্থল থেকে সামসুল মল্লিককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নয়াশতাব্দী/টিএ/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ