ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাঘের তাড়া খেয়ে পালালো হরিণ, অতঃপর...

প্রকাশনার সময়: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০৪

বাঘের তাড়া খেয়ে সুন্দরবন থেকে লোকালয়ে আসা একটি হরিণ উদ্ধার করে অবমুক্ত করেছে বনবিভাগ। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা রেঞ্জের খোলপেটুয়ায় এ ঘটনা ঘটে।

হরিণটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেন বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলাম।

তিনি বলেন, নদীতে একটি হরিণকে সাঁতরে পার হতে দেখে স্থানীয়রা বনবিভাগে খবর দেয়। এরপর বনবিভাগের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের সদস্য ও সিপিজি সদস্যরা হরিণটি উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেন।

এবিএম হাবিবুল ইসলাম বলেন, বাঘের তাড়া খেয়ে হরিণটি খোলপেটুয়ার গাবুরা এলাকার দিকে আসছিলো। তাৎক্ষণিকভাবে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে স্পিডবোটে চড়ে সেখানে পৌঁছায় বনবিভাগের সদস্যরা। প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর হরিণটি উদ্ধার করেন তারা।

স্থানীয়দের বরাত দিয়ে বনবিভাগের এই কর্মকর্তা আরও জানান, সুন্দরবনের মানুষখেকো বাঘ প্রায়ই এই এলাকায় হরিণসহ নানা পশুপাখির ওপর শিকারের উদ্দেশ্যে আক্রমণ করে। এটি তারই একটি অংশ।

নয়শতাব্দী/টিএ/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ