লালমনিরহাটে শিশুসহ রোহিঙ্গা পরিবারের চার সদস্যকে আটক করেছে বিজিবি। রোহিঙ্গা পরিবারটি বর্তমানে পাটগ্রাম থানা পুলিশ হেফাজতে রয়েছে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গোরপোতা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
রোহিঙ্গা পরিবারটি সীমান্তের তিনবিঘা করিডোর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে নো-ম্যান্সল্যান্ডে বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি তাদের আটক করে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।
আটক রোহিঙ্গারা টেকনাফ সেকমারকুল ২১ রিফুজি রোহিঙ্গা ক্যাম্পের মৃত ইউনুস আলীর ছেলে মো. আব্দুল্লাহ (২৪), আব্দুল্লাহর স্ত্রী মোছা. শরিফা বেগম (১৯) ও তাদের কন্যা মোছা. রিনাস বিবি (২) এবং একই ক্যাম্পের শামছুল হকের মেয়ে মোছা. আমেনা বেগম (১৫)।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জয়ন্ত কুমার সাহা জানান, আটক রোহিঙ্গাদের তথ্য যাচাই-বাছাই করে পুনরায় টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হবে।
শনিবার দুপুর পর্যন্ত তাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে জানিয়ে ওসি বলেন, এর আগে ৬ ফেব্রুয়ারি দহগ্রাম আঙ্গোরপোতা সীমান্তে মোছা. রমিদা (২৩) নামে এক তরুণীকে বিজিবি আটক করে। তিনি উখিয়ার বালুখালি রোহিঙ্গা ক্যাম্পের ১৬ ব্লক সি-১২ এর বাসিন্দা ছিলেন। এসময় দহগ্রাম সীমান্ত মানবপাচারের জন্য নিরাপদ রুটে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন পুলিশের এই কর্মকর্তা।
নয়াশতাব্দী/টিএ/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ