ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

নেশার টাকার জন্য মা-বাবাকে নির্যাতন, ছেলে জেলহাজতে

প্রকাশনার সময়: ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৪১

নেশার টাকার জন্য মা-বাবাকে নির্যাতন ও ভরণপোষণ না করার অভিযোগে ময়মনসিংহের নান্দাইলে আব্দুল আওয়াল ফকির (২৬) নামে এক যুবককে জেলহাজতে পাঠানো হয়েছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) আসামি আব্দুল আওয়াল ফকিরকে জেলহাজতে পাঠায় পুলিশ।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

থানায় দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, আব্দুল আওয়াল ফকির উপজেলার শেরপুর ইউনিয়নের মেরাকোনা গ্রামের মো. আব্দুল মতিন ফকির ও রেণু খাতুনের একমাত্র ছেলে।

আব্দুল আওয়াল ফকির দীর্ঘদিন যাবত মাদক সেবন করে আসছেন। সংসারে তার স্ত্রী ও সন্তানও রয়েছে। স্ত্রী অন্যের বাড়িতে কাজ করে কোনোমতে সংসার চালায়। কিন্তু আব্দুল আওয়াল নেশার টাকার জন্য প্রায়ই মা-বাবার ওপর অত্যাচার নির্যাতন করতেন।

পরিবারের একমাত্র উপার্জনকারী সন্তান আব্দুল আওয়ালের ভরণপোষণ না পেয়ে বাধ্য হয়ে মা-বাবা ভিক্ষা করেন। উপুর্যপরি নেশার টাকার জন্য তাদেরকে নিয়মিত মারধরও করেন। সর্বশেষ গত বৃহস্পতিবার দুপুরে নেশার টাকার জন্য বাবা আ. মতিন ফকির ও মা রেণু খাতুনকে মারধর করতে থাকলে তাদের চিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে। পরে মা-বাবা বাধ্য হয়ে নান্দাইল মডেল থানায় একমাত্র সন্তানের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেন। বর্তমানে আব্দুল আওয়ালের মা-বাবা মানবেতর জীবনযাপন করছেন।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মজিদ বলেন, মা-বাবার ভরণপোষণ আইনে তাদের দায়ের করায় এই প্রথম নান্দাইল মডেল থানায় মামলা রুজু করা হয় এবং ওই সন্তানকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ ছাড়া আব্দুল আওয়াল নিয়মিত মাদক সেবনকারী। মাদকের হাত থেকে সমাজকে রক্ষা করতে মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ী কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ