পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সুমন নামের এক আরোহীর মৃত্যু হয়েছে। এসময় গুরুরতর আহত হয়েছেন মোটরসাইকেলের চালক আপন।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার টিয়াখালী ইউপির নাচনাপাড়া বঙ্গবন্ধু কলোনি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন মোল্লা নাচনাপাড়া বঙ্গবন্ধু কলোনির খোকন মোল্লার ছেলে এবং শাহাদাৎ হোসেন আপন একই কলোনির আবুবকর ছিদ্দিকের ছেলে। তারা কলাপাড়া পৌর শহরের মাছবাজার এলাকায় মাংসের দোকানে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আপন তার বন্ধু সুমনকে নিয়ে ওই পথে মাছবাজারে তাদের কর্মস্থলে যাচ্ছিলেন। এসময় দুর্ঘটনা কবলিত এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা সড়কের পাশে ছিটকে পড়েন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। আহত আপনকে কলাপাড়া হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, খবর পেয়ে হাসাপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
নয়া শতাব্দী/টিএ/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ