কিশোরগঞ্জের হোসনপুরে বালুবাহী লরিচাপায় আওয়াল মিয়ার (৫০) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে হোসেনপুর সদরর গরুহাটা চৌরাস্তায় এই ঘটনা ঘটে।
নিহত আওয়াল মিয়ারের বাড়ি হোসেনপুর উপজেলার পুমদি ইউনিয়নের ডাহরা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে আওয়াল মিয়া হোসনপুর বাজার থেকে যাত্রী নিয়ে গফরগাওয়ের দিকে যাচ্ছিলেন। এসময় পথে হোসেনপুর সদরের গরুহাটা চৌরাস্তায় একটি নম্বরবিহীন বালুবাহী লরি চাপা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হোসেনপুর হাসপাতালে নেওয়ার পথেই তার মত্যু হয়। একই ঘটনায় একজন মহিলা যাত্রী আহত হয়েছেন।
এদিকে, স্থানীয়দের অভিযোগ, এসব অবৈধ নম্বরবিহীন লরি নিয়ম তায়াক্কা না করেই একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় দিনরাত কোটি-কোটি টাকার বালু লুট করছে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ