চট্টগ্রামে বহুল আলোচিত-সমালোচিত বিএনপি নেতা ও বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়ন পরিষদের বহিঃস্কৃত চেয়ারম্যান লেয়াকত আলীর বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত ১১টা থেকে ১টা পর্যন্ত উপজেলার গণ্ডামারা ইউপির খামারু পাড়া এলাকায় তার নিজ বসতঘরে তল্লাশি চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ ও বাঁশখালী থানা পুলিশ।
এর আগে বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকার মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
লেয়াকত আলীর বাড়ি থেকে দুইটি বিদেশি পিস্তল, পাঁচটি দেশীয় তৈরি এলজি, দুইটি কাটা বন্দুক, একটি দেশীয় বন্দুক, বিভিন্ন আগ্নেয়াস্ত্রের ৭২ রাউন্ড গুলি, ২৬টি কাতুর্জ, পাঁচটি চাইনিজ কুড়াল, একটি কিরিচ, ছয়টি কাঠেরবাটযুক্ত ধারালো রাম দা এবং ৪০টি বিভিন্ন সাইজের গইট্টা (লাঠি) উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম পুলিশ সুপার (ক্রাইম) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) সুদীপ্ত সরকার পিপিএম, সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহাগ, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফায়েল আহমেদ। আরও উপস্থিত ছিলেন- ডিবি ও থানা পুলিশের শতাধিক সদস্য।
এবিষয়ে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বাঁশখালী থানার হলরুমে এক সংবাদ সম্মেলন করেন সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) সোহানুর রহমান সোহাগ, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফায়েল আহমেদ বলেন, লেয়াকত আলীর নামে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। তিনি বিভিন্ন সময় এলাকায় নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করেন। ঢাকায় তার অবস্থানের খবর পেয়ে আমরা ঢাকা গোয়েন্দা পুলিশকে (ডিবি) জানাই। এরপরে বুধবার সন্ধ্যায় রাজধানীর মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি।
লেয়াকত দীর্ঘদিন ধরে এলাকায় বসে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের ভিডিও প্রচার করে নিয়মিত রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন জানিয়ে ওসি আরও বলেন, তার বিরুদ্ধে গাড়ি ভাঙচুরসহ নানা অপরাধে বাঁশখালী ও হাটহাজারী থানায় বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়। এ ছাড়া তার বিরুদ্ধে জাতীয় নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে উপজেলা নির্বাচন কর্মকর্তা বাদি হয়ে বাঁশখালী থানায় মামলা দায়ের করেন। এরপর সে দীর্ঘদিন পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে আমরা তার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করি। এ বিষয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এসময় সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহাগ বলেন, লেয়াকতকে গ্রেপ্তারের জন্য কয়েকবার অভিযান চালানো হলেও তিনি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। তবে বুধবার সন্ধ্যায় রাজধানীর মতিঝিল থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে ডিবি। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করা হলে, তার কাছে বিপুল পরিমাণ অস্ত্র মজুদ রয়েছে বলে স্বীকারোক্তি দেন।
বাঁশখালী থানাসহ দেশের বিভিন্ন থানায় খুন, চাঁদাবাজি, পুলিশের ওপর হামলা, দস্যুতা, ভয়ভীতি, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডসহ নানা অপরাধে ২১টিরও বেশি মামলা বিচারাধীন রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, কালকের ঘটনায় তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র, পুলিশ আহত, বিস্ফোরক এবং বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অপরদিকে বিকেলে কোর্টের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গত বছরের ৮ ফেব্রুয়ারি এসএস পাওয়ার প্ল্যান্টে (কয়লা বিদ্যুৎকেন্দ্র) ড্রেজিং করার জন্য নিয়োজিত একটি ঠিকাদার কোম্পানির সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে লেয়াকত আলীর অনুসারীরা। একপর্যায়ে তার অনুসারীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় চার পুলিশ সদস্য আহত হন। পরবর্তীতে এসব ঘটনায় লেয়াকত ও তার অনুসারীদের বিরুদ্ধে ঠিকাদারি প্রতিষ্ঠান এবং পুলিশ মামলা করে। এ মামলায় ৯ ফেব্রুয়ারি ভোরবেলায় চট্টগ্রামের সুগন্ধা আবাসিক এলাকার বাসা থেকে তাকে প্রেপ্তার করে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ।
অপরদিকে, ২০১৬ সালে কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণের শুরু থেকে কয়লা বিদ্যুৎ বিরোধী আন্দোলন করে আসছিলেন লেয়াকত আলী। এবিষয়ে একে একে সংঘর্ষে প্রাণ হারান ১৬ জন। এরপর থেকে দেশব্যাপী আলোচনায় আসেন বিএনপি নেতা লেয়াকত আলী। এদিকে ২০২৩ সালের শুরুর দিকে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে গণ্ডামারা ইউপি চেয়ারম্যান পদ থেকে তাকে সাময়িক বহিষ্কার করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
নয়া শতাব্দী/টিএ/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ