টাঙ্গাইলের ধনবাড়ীতে অপহরণের একদিন পর জুনায়েদ হোসেন (১২) নামের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। একই সাথে অপহরণকারী চক্রের মূলহোতা রবিনকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মুশুদ্দি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রবিন জামালপুরের সরিষাবাড়ীর মঞ্জুরুলের ছেলে।
অপহৃত শিশু জুনায়েদ হোসেন উপজেলার সোনামুই বাদুড়িয়া গ্রামের আশরাফুল আলমের ছেলে। সে পাইস্কা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
ধনবাড়ী থানার এসআই জাহাঙ্গীর হোসেন বলেন, বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে শিশু জুনায়েদকে নিজ বাড়ির সামনে থেকে অপহরণ করা হয়। এরপর অপহরণকারীরা তার পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে শিশুর পরিবার বিষয়টি পুলিশকে জানায়।
অপহৃত শিশুকে উদ্ধার করা হয়েছে জানিয়ে জাহাঙ্গীর হোসেন বলেন, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অপহরণকারীর মূলহোতা রবিনকে গ্রেপ্তার করা হয়েছে। তারপর দুপুরে তাকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপহরণের সাথে জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে শিশুর মা জোছনা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
নয়া শতাব্দী/টিএ/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ