বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে আরও একটি অবিস্ফোরিত মর্টারশেল (আরপিজি) উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঘুমধুম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তুমব্রু পশ্চিমকূল এলাকা থেকে এটি উদ্ধার করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, দুপুরে তুমব্রু পশ্চিমকূল বিজিবি ক্যাম্পের পাশে ধানখেতে কাজ করতে গিয়ে একটি আরপিজি দেখতে পান স্থানীয়রা। তারা এটি সড়কের কাছাকাছি এনে প্রশাসনকে খবর দেন। পরে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আরপিজিটি নিজেদের হেফাজতে নিয়ে নেয়। স্থানীয়দের ধারণা মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি সদস্যরা পালিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় আরপিজিটি ফেলে চলে যায়।
প্রসঙ্গত, এরআগে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নয়াপাড়ায় খেলতে গিয়ে একটি আরপিজি পায় শিশুরা, পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যদের খবর দিলে তারা আরপিজিটি উদ্ধার করে নিয়ে যায়।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ