ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

মায়ের হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল শিশুর

প্রকাশনার সময়: ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৩

মায়ের হাত ছেড়ে দিয়ে দৌঁড়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল মাহমুদ (১০) নামের এক শিশুর।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জুমার নামাজের আগে গাইবান্ধার ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী পৌর এলাকার সরকার পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মাহমুদ পলাশবাড়ী পৌর শহরের নুনিয়াগাড়ী গ্রামের রবিউল ইসলামের ছেলে।

জানা যায়, ঢাকা-রংপুর আঞ্চলিক মহাসড়কে শিশু মাহমুদ মায়ের হাত ধরে রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছিল। হঠাৎ মায়ের হাত ছেড়ে দৌঁড় দিয়ে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মাহমুদের মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা চালককে আটক করে ট্রাকটি ভাঙচুরের চেষ্টা করে। খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপরে চালকসহ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

বর্তমানে সেখানের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে জানিয়ে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন নয়া শতাব্দীকে বলেন, ট্রাক ও চালককে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

নয়া শতাব্দী/টিএ/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ