ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

সীতাকুণ্ডে ত্রিমুখী সংঘর্ষে হেলপার নিহত

প্রকাশনার সময়: ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৪

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুইটি ট্রাক ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ইয়াসিন (৩২) নামের এক হেলপার নিহত হয়েছেন। একই ঘটনায় ট্রাক ও মাইক্রোবাসের চালকসহ তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ভোররাত ৪টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কমলদহ এলাকায় ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন ঢাকার সাভারের বাড্ডা এলাকার আবু বকরের ছেলে।

আহতরা হলেন- জাহিদুল ইসলাম (১৯), নাজমুল খান (২৩) ও ট্রাক ড্রাইভার মো. রনি (৩৭)।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল জানান, ভোররাত ৪টার দিকে মহাসড়কের কমলদহ এলাকায় চট্টগ্রাম থেকে আসা পণ্যবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এরপর একই দিক থেকে আসা একটি মাইক্রোবাসের পেছনেও ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ ও মাইক্রোবাসের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাক চালকের হেলপার নিহত হন। এ ছাড়া একই ঘটনায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

এবিষয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন, দুর্ঘটনা কবলিত দুটি ট্রাক ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এ ব্যপারে মামলা রুজু হবে।

নয়া শতাব্দী/টিএ/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ