কক্সবাজারের টেকনাফে রাস্তা পার হওয়ার সময় পায়রা পরিবহন নামের একটি বাসের ধাক্কায় দুই রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ লেদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু টেকনাফ লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। তাদের বয়স ৭ থেকে ৮ বছর।
এ বিষয়ে টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনী জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা পায়রা পরিবহন নামের একটি বাস টেকনাফ শহরের দিকে যাচ্ছিল।
এ সময় দুই শিশু সড়ক পার হাওয়ার চেষ্টা করে। বাসের গতি বেশি থাকায় ধাক্কা লেগে ঘটনাস্থলেই শিশুদের মৃত্যু হয়। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বাসটি জব্দ করা হয়েছে।
নয়া শতাব্দী/আরজে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ