পটুয়াখালীর গলাচিপা উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে পটুয়াখালী-গলাচিপা সড়কের বাদুরা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাহাত (২০) ও বেলাল (২২)। তাদের বাড়ি উপজেলার গজালিয়া ইউনিয়নে। এছাড়াও আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে তিনটার দিকে ৩০/৩৫ জন যাত্রী নিয়ে ইমরান পরিবহনের একটি বাস গলাচিপার হরিদেবপুর ফেরিঘাট থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়। এ সময় বাদুরা বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে গ্রিন লাইন পরিবহনের একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক নুর কুতুবুল আলম ও পুলিশ সুপার সাইদুর রহমান।
নয়াশতাব্দী/ডিএ/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ