বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

গুথুমা চৌমুডী ইসলামিয়া মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান 

প্রকাশনার সময়: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২৩ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২৬

ফেনীর পশুরামের গুথুমা চৌমুডী ইসলামিয়া দাখিল মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম পৌরসভার জননন্দিত মেয়র গুথুমা চৌমুডী ইসলামিয়া দাখিল মাদরাসার সভাপতি নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল।

প্রধান অতিথির বক্তব্যে নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল বলেন, স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ কারিগর আজকের এশিক্ষাথীরা। তিনি শিক্ষাথীদের পরীক্ষায় সাফল্য কামনা করেন এবং প্রতিষ্ঠানের বিগত সময়ের ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় থাকার জন্য আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম পৌরসভার জননন্দিত ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রাসুল আহমদ মজুমদার স্বপন, ওই মাদরসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা বদিউজ্জামান হামদানি।

আরও উপস্থিত ছিলেন মাদরাসা কমিটির সাবেক সদস্য মাওলানা মো. জাফর আহমদ মজুমদার এবং বর্তমান কমিটির সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদরাসার সুপার, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ