ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিনাজপুরে বিআরটিসি কেড়ে নিলো ৫ জনের প্রাণ

প্রকাশনার সময়: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১৫ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১৯

দিনাজপুরের চিরিরবন্দরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী চার্জার ভ্যানে বিআরটিসি বাসের ধাক্কায় শাহিন আলম (৪৫) নামের আরও একজন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ জনে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে শাহিন আলম মারা যান।

চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের গছাহার সাহাপাড়ার গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে শাহিন আলম ।

এর আগে গত মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী দ্রুতগতির বিআরটিসি বাস চিরিরবন্দর উপজেলার দিনাজপুর-রংপুর মহাসড়কের রাণীরবন্দর বাজার এলাকায় পৌঁছালে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী চার্জার ভ্যান ও পথচারীদের ধাক্কা দিলে ভ্যান যাত্রীসহ ঘটনাস্থলেই চারজন নিহত হন। এ সময় গুরুতর আহত অবস্থায় শাহিন আলমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, বিআরটিসি বাসের ধাক্কায় ঘটনাস্থলে পথচারী ও দুই মধু ব্যবসায়ীসহ চারজন নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত চারজনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। আজ বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় শাহিন আলম মারা যান। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে। দশ মাইল হাইওয়ে থানা পুলিশ তদন্ত করছে।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ