নওগাঁর মান্দায় সাতজন কৃতি শিক্ষার্থী, দুজন শিক্ষক ও নৈশপ্রহরীকে অনুদান দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বিলবয়রা গয়েশীয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান শেষে ব্যক্তিগত তহবিল থেকে এ অনুদান দেন প্রতিষ্ঠানের সভাপতি প্রকৌশলী জাকারিয়া শাহ সাজু।
এর আগে, বিদ্যালয় চত্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও দাতা সদস্য প্রকৌশলী জাকারিয়া শাহ সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান শিক্ষক হাবিবুর রহমান, অভিভাবক সদস্য সুইট ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস রহমান, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোশারফ হোসেন শাহ্, সাংবাদিক জসিম উদ্দিন প্রমুখ।
নয়া শতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ