বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

বান্দরবান থেকে মিয়ানমারের ১০০ সীমান্তরক্ষীকে টেকনাফে স্থানান্তর

প্রকাশনার সময়: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১৬

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু থেকে মিয়ানমারের ১০০ সীমান্তরক্ষীকে টেকনাফে স্থানান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কঠোর নিরাপত্তায় তাদের টেকনাফে স্থানান্তর করা হয়।

বিজিবি এর সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এখন পর্যন্ত ৩৩০জন সীমান্তরক্ষী বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে। প্রশাসনিক সুবিধার কথা বিবেচনা করে বান্দরবানের তুমব্রু থেকে ১০০ জনকে টেকনাফের হ্নীলাতে স্থানান্তর করা হয়েছে।

বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তে বিজিবির নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। স্থানীয় বাসিন্দা যারা প্রাণ ভয়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে চলে গিয়েছে তারা সবাই নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছে।

প্রসঙ্গত, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সঙ্গে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সংঘাতে জীবন বাঁচাতে গত ৪ ও ৫ (ফেব্রুয়ারি) কয়েক দফায় বাংলাদেশে অনুপ্রবেশ করে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) এর সদস্যরা।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ