ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘আমার মৃত্যুর জন্য উজ্জ্বল বিশ্বাস দায়ী’  

প্রকাশনার সময়: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:২৯ | আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৪৭

‘আমার মৃত্যুর জন্য উজ্জ্বল বিশ্বাস দায়ী’- ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন নদী বিশ্বাস (১৫) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী। এ ঘটনার পর থেকে পলাতক উজ্জ্বল বিশ্বাস।

বুধবার (৭ফোব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরার তালা উপজেলার জেঠুয়া গ্রামে এমন ঘটনা ঘটে।

মৃত নদী বিশ্বাস একই এলাকার কার্তিক বিশ্বাসের মেয়ে এবং জেঠুয়া জাগরনী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। অভিযুক্ত উজ্জ্বল পার্শ্ববর্তী এলাকার অমল বিশ্বাসের ছেলে।

এর আগে ‘আমার মৃত্যুর জন্য উজ্জ্বল বিশ্বাস দায়ী’ জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয় ওই শিক্ষার্থী।

ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয় ইউপি চেয়ারম্যান মফিদুল হক লিটু বলেন, কিছুদিন ধরে স্কুলে আসা-যাওয়ার পথে নদীকে বিরক্ত করতো উজ্জল বিশ্বাস নামের এক যুবক। বুধবার সকালে তার সাথে ফোনে কথা কাটাকাটি হয় নদীর। এরপর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সবার অজান্তে নিজ ঘরে আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে নদী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় একটি মামলা থানায় প্রক্রিয়াধীন জানিয়ে ওসি আরও বলেন, অভিযুক্ত উজ্জ্বল পলাতক, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নয়াশতাব্দী/টিএ/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ