ঢাকা, শনিবার, ৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১, ২৯ জিলহজ ১৪৪৫

কর্ণফুলী এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত, চালকসহ আহত ৩

প্রকাশনার সময়: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৩৪ | আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৫১

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে ৩ ব্যক্তি আহত হয়েছেন।

বুধবার (৭ জানুযারি) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে দাঁড়িয়ে থাকা একটি শান্টিং ইঞ্জিনকে কর্ণফুলী এক্সপ্রেস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন সন্ধ্যা ৭টায় ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকায় অতিক্রমকালে সেটির সামনে থাকা একটি শান্টিং ইঞ্জিনকে সজোরে ধাক্কা দেয়। ওই ইঞ্জিনটি একই লাইনে ধীর গতিতে চলছিল।

এ ঘটনায় সান্টিং ইঞ্জিনের চালক নজরুল ইসলাম (৫৪), সহকারী চালক মো. সজিব (৩৫), কর্ণফুলী এক্সপ্রেসের চালক মোহাম্মদ আলী (৪২) আহত হন। আহতদের মধ্যে সান্টিং ইঞ্জিনের চালক নজরুল ইসলামের অবস্হা আশঙ্কাজনক।

আহতদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই মোহাম্মদ হাসান। দুর্ঘটনার পর বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ