ঢাকার আশুলিয়ায় কাজিম উদ্দিন (৫৬) নামে পল্লী বিদ্যুতের এক ঠিকাদারকে গলা কেটে হত্যা করে পালিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় নিজ বসতবাড়ির পেছনের খামার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কাজিম উদ্দিন ওই এলাকার ওয়াজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ও পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদার ছিলেন।
নিহতের পরিবার জানায়, প্রায় রাতে বাড়ির পেছনে খামারের একটি ঘরে থাকতেন কাজিম উদ্দিন। সেই ঘরের তালার একটি চাবি তার কাছে এবং আরেকটি তার স্ত্রীর কাছে ছিল। সকালে তার স্ত্রী তালা খুলে ভেতরে ঢুকে বিছানার ওপরে স্বামীর মরদেহ দেখতে পান। এসময় তার গলায় ধারালো অস্ত্রের জখম ছিল।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে ওসি বলেন, তদন্ত করে দ্রুতই হত্যাকান্ডের রহস্য খুঁজে বের করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
নয়াশতাব্দী/টিএ/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ