পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসীরা চাঁদা দাবি করায় বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। নিরাপত্তার কারণে পরিবহন মালিকরা বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে বান্দরববান থানচি সড়কে বাস চলাচল বন্ধ করে দেয়। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা।
পরিবহন মালিকরা জানান, কিছুদিন আগে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসীরা থানচি সড়কে চলাচলরত বাস মালিকদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে বাস মালিকরা তাদের কাছ থেকে কিছুদিন সময় নেয়। কিন্তু দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায়, বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল সন্ত্রাসী গোষ্ঠির সদস্যরা। হঠাৎ করে হুমকি বেড়ে যাওয়ায়, নিরাপত্তার কথা চিন্তা করে বুধবার সকাল থেকে বান্দরবান-থানচি সড়কে গণপরিবহন চলাচল বন্ধ করে দেয় পরিবহন মালিক ও শ্রমিকরা। এদিকে বাস চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
এ বিষয়ে বান্দরবান বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম জানান, নিরাপত্তার কারণে পরিবহন মালিক-শ্রমিকরা থানচি সড়কে বাস চলাচল বন্ধ রেখেছে।
বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
নয়াশতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ