ঢাকা, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

গাইবান্ধায় শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

প্রকাশনার সময়: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৫৬

গাইবান্ধায় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য শাহ সারোয়ার কবীর প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুক্তিযোদ্ধা মকছুদার রহমান শাহানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মাসুমা আক্তার, মো. হাসান মাহমুদ জনি, খান মো. সাইদ হোসেন জসিম, মো. আব্দুর রশিদ।

মেলায় পোশাক, জুয়েলারী, কসমেটিকস, আসবাবপত্র, খাবারসহ রকমারি পণ্যের মোট ৭১টি স্টল স্থাপন করা হয়েছে। শিশুদের জন্য রাখা হয়েছে নাগরদোলা, যাদুর নৌকা, ঘূর্ণিসহ বিভিন্ন ধরণের রাইড। উদ্বোধনী দিনেই বিপুল সংখ্যক শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ মেলায় ভিড় করেন।

আয়োজকরা জানান, ধীরে ধীরে মেলা স্টলগুলোতে বৈচিত্রপূর্ণ সামগ্রী উঠতে শুরু করবে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ