ঢাকা, শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১, ১ রবিউস সানি ১৪৪৬

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য হলেন মহারাজ

প্রকাশনার সময়: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ২২:১৭

দ্বাদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হয়েছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দীন মহারাজ। প্রথমবারের মতো তিনি এই আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

সোমবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে ১৬টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। সেখানে মহিউদ্দীন মহারাজকে দায়িত্ব দেওয়া হয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে।

সংসদ নেতা শেখ হাসিনার অনুমতিক্রমে তার পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এই কমিটি গঠনের প্রস্তাব করেন। পরে কণ্ঠভোটে এই প্রস্তাব পাস হয়।

কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন- সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং সদস্য হিসেবে রয়েছেন সংশ্লিষ্ট ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান, মাশরাফী বিন মোর্তুজা, শফিকুল ইসলাম, মাইনুল হোসেন খান, আব্দুস সালাম মুর্শেদী, সাকিব আল হাসান ও সোলায়মান সেলিম।

নয়া শতাব্দী/টিএ/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ