ঢাকা, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১, ২৭ জমাদিউস সানি ১৪৪৬
সিরাজগঞ্জ

ট্রাকচাপায় প্রাণ গেল ২ বাইক আরোহীর

প্রকাশনার সময়: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৪

সিরাজগঞ্জে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ ফেব্রয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে রামগাতি উপজেলার ঠাকুরটেক মোড় এলাকায় মুলবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার রামগাতি গ্রামের মো. শাহজামালের ছেলে শুভ (২০) ও একই গ্রামের মো. মুন্নাফ শেখের ছেলে স্বপন (২০)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলযোগে সায়দাবাদের দিকে যাচ্ছিলেন শুভ ও স্বপন। ঘটনাস্থলে পৌঁছালে মুলিবাড়ী থেকে সিরাজগঞ্জ শহরগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী দুজনই গুরতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান ওসি সুমন কুমার দাস।

নয়াশতাব্দী/টিএ/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ