পটুয়াখালীর কলাপাড়ায় বাসর রাত পেরিয়ে সকাল হতেই ওমর আলী (২৪) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার লতাচাপলী ইউপির তাহেরপুর গ্রামে বাড়ির পাশের একটি মরিচ ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত ওমর আলী ওই এলাকার শাহজাহান ফরাজীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (৪ ফেব্রুয়ারি) ওমর আলীর সঙ্গে একই ইউনিয়নের তাজেপাড়া গ্রামের শাহ আলমের মেয়ে রুকাইয়ার (১৮) বিয়ে সম্পন্ন হয়।
সোমবার (৫ ফেব্রুয়ারি) কনের বাড়িতে বৌভাত শেষে নববধূকে বরের বাড়িতে নিয়ে আসা হয়। ভোররাতে ওমর আলী নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হন। পরে সকাল ৭টার দিকে স্থানীয়রা মরিচ ক্ষেতে তার মরদেহ দেখতে পায়।
স্থানীয়রা জানান, মৃতদেহের পাশে ধারালো যে দা পাওয়া গেছে, সেটি খেজুর গাছ কাটার কাজে ব্যবহার করতেন ওমর। ওমর কিংবা তার পরিবারের সঙ্গে কারো কোনো বিরোধ ছিল না বলেও জানান তারা।
স্থানীয়দের ধারণা, বাসর রাতে সুন্দরী নববধূর সঙ্গে ওমরের মান-অভিমান নিয়ে এ ঘটনা ঘটতে পারে। তবে এটি হত্যা না আত্মহত্যা- এ বিষয়ে কেউ নিশ্চত করতে পারেনি।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার তালুকদার জানান, ঘটনাস্থল থেকে একটি দেশিয় দা উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
নয়াশতাব্দী/ডিএ/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ