গাজীপুরের শ্রীপুরে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাড়িতে কয়েক রাউন্ড গুলি করেছে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে।
সোমবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত তিনটার দিকে শ্রীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ভাংনাহাটি গ্রামে আওয়ামী লীগ নেতা নূরে আলম মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ জামান বিষয়টি নিশ্চিত করেন।
ভুক্তভোগী আ.লীগ নেতা নূরে আলম মোল্লা বলেন, সোমবার দিবাগত রাত ১২টা ১২ মিনিটে একটি নম্বর থেকে আমার মোবাইলে কল আসে। রিসিভ করতেই আক্তার খান পরিচয় দিয়ে আমার বাড়িতে আসতে চায়। তাকে সকালে আসতে বলি। এরপর ওই ব্যক্তি আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে মেরে ফেলার হুমকি দেয়। এ সময় একই ফোনে অপর এক ব্যক্তি হাছান খন্দকার পরিচয় দিয়ে গালি দেয় এবং আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে ফোন কেটে দেয়। একই নম্বর থেকে রাত ১২টা ২৯ মিনিটে পুনরায় ফোন করে। এ সময় আমি ওই ব্যক্তিকে বলি আমি বাড়ির বাইরে আছি। এরপর ফোন কেটে দেয়।
তিনি আরও বলেন, রাত আনুমানিক তিনটার দিকে দুটি মোটরসাইকেলে পাঁচজন ব্যক্তি আসে। আমার বাসার মূল ফটকে একটি গুলি করে। গুলির শব্দ শুনে ঘর থেকে বের হতে চাইলে আরও দুটি গুলি করে। আমি অন্য গেট দিয়ে বের হতে চাইলে সন্ত্রাসীরা ওই গেটে ছয়টি গুলি করে। এ সময় পেট্রল ছিটিয়ে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। গুলিতে আমার বাসার একটি কাচের দরজা ও বারান্দার গ্রিলে ছিদ্র হয়ে যায়। একাধিক গুলি ঘরের দেয়ালে লেগে ক্ষত হয়। আগুনে বারান্দায় থাকা চেয়ার টেবিল ও পোষা পাখি পুড়ে গেছে। স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করলে রাত চারটার দিকে শ্রীপুর থানা উপপরিদর্শক আবু রায়হান ঘটনাস্থলে এসে ছয়টি গুলির খোসা উদ্ধার করে।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহ্ জামান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখান থেকে গুলির খোসা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নয়াশতাব্দী/ডিএ/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ