কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ জলিল (২৪) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
সোমবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ৪ নম্বর এক্সটেনশন ক্যাম্পের এইচ ব্লকের নিচে ঘর থেকে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়।
নিহত মোহাম্মদ জলিল একই ক্যাম্পের এইচ-৪ ব্লকের মোহাম্মদ কামালের ছেলে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, মোহাম্মদ জলিলকে আরসার সন্ত্রাসীরা ঘর থেকে ডেকে নিয়ে যায়। পরে ৪ নম্বর এক্সটেনশন ক্যাম্পের এইচ ৪ ব্লকের পাহাড়ের নিচে নিয়ে মাথায় গুলি করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। খবর পেয়ে উখিয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার পর ওই ক্যাম্পে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলেও জানান ওসি।
নয়া শতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ