লালমনিরহাটে ধর্ষণ মামলার আসামি ইসরাউল হক রানাকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে আদিতমারী থানা পুলিশ।
রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ইসরাউল হক রানা আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘল্টারি এলাকার এজিজুল হকের ছেলে।
আদিতমারি থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী জানান, স্কুলছাত্রীর দায়ের করা ধর্ষণ মামলার আসামি ইসরাউল হককে প্রযুক্তির সহায়তায় কক্সবাজারের পেকুয়া থেকে গ্রেফতার করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, দশম শ্রেণির এক ছাত্রী বিদ্যালয়ে যাওয়ার সময় প্রতিদিন বিরক্ত করতেন ইসরাউল হক রানা। বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে আত্মীয়ের বাড়িতে নিয়ে ধর্ষণ করতেন। পরে ওই স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিয়ের চাপ দেওয়ায় বিয়েতে অস্বীকৃতি জানায় ইসরাউল হক।
গত ২১ জানুয়ারি লালমনিরহাটের একটি বেসরকারি চিকিৎসালয়ে ছেলে সন্তানের জন্ম দেয় ওই ছাত্রী। পরে ওই মামলায় আদিতমারী থানা পুলিশ কক্সবাজারের পেকুয়ায় অভিযান চালিয়ে ধর্ষণকারীকে গ্রেফতার করে।
নয়াশতাব্দী/টিএ/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ