ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ৬

প্রকাশনার সময়: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০১

বাসে আসা-যাওয়ার পথে এক হেলপারের সঙ্গে পরিচয়। সেই পরিচয় সূত্রে বিয়ে করার কথা বলে এক কিশোরী পোশাক শ্রমিককে ডেকে নেওয়া হয় নরসিংদীর শিবপুরে। পরে ওই কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ করেন কথিত প্রেমিক ওই হেলপার ও তার বন্ধুরা।

এমন অভিযোগ পেয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয় যুবককে আটক করেছে শিবপুর মডেল থানা পুলিশ। রোববার (৪ ফেব্রুয়ারি) আটককৃতদের আদালতের মাধ্যমে জেল-হাজতেও পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের নন্দীপাড়া গ্রামের শফিউদ্দিন ভূইয়ার ছেলে আপেল ভূঁইয়া (৩৭), শিবপুর উপজেলার ধনাইয়া গ্রামের আব্দুর রহমানের ছেলের ডালিম মিয়া (২০), শাষপুর গ্রামের মৃত মালেক মির্জার ছেলে জাকির মির্জা (৩৫), ঘাসিরদিয় গ্রামের রুকুন উদ্দিনের ছেলে ফয়সাল (১৯), শাষপুর গ্রামের মৃত হিরন মিয়ার ছেলে মনির হোসেন (২৭) ও ঘাগুটিয়া গ্রামের হান্নানের ছেলে তুহিন (৩২)।

জানা যায়, ভুক্তভোগী কিশোরী (১৩) নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা। মাধবদী থানার গরুহাটা এলাকায় ভাড়া বাসায় থেকে একটি স্পিনিং মিলে কাজ করতো। বাসে আসা-যাওয়ার পথে ডালিম মিয়া নামের এক হেলপারের সঙ্গে পরিচয় হয়। সেই সূত্রে গত ৩১ জানুয়ারি রাতে বিয়ে করার কথা বলে ডেকে এনে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ করেন কথিত প্রেমিক ডালিম মিয়া ও তার বন্ধুরা।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের পরপরই শিবপুর ও নরসিংদী সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের জেল-হাজতে পাঠানো হয়েছে।

আদালতে দুজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে জানিয়ে ওসি আরও বলেন, বাকী আসামিদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ