ঢাকা, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

ভালুকায় স্বামীর বিরুদ্ধে বসতঘর ভাঙার অভিযোগ

প্রকাশনার সময়: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৭

ময়মনসিংহের ভালুকায় এক অসহায় গৃহবধূর বসতঘর ভাঙে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

গৃহবধূর অভিযোগ, তার স্বামীর প্রথম স্ত্রী সুফিয়া তাকে বাড়ি থেকে বের করে দিতেই এমন পায়তারা করছেন।

স্থানীয়রা জানায়, উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের নয়নপুর এলাকার বারেক মিয়ার স্ত্রী হ্যাপি আক্তারের বসতঘর ভেঙে দিয়েছে তার স্বামী। সুফিয়া বিদেশে থাকাকালীন বারেক হ্যাপিকে বিয়ে করেন। এখানে তার চার সন্তান জন্মগ্রহণ করে। তাদের মধ্যে এক সন্তানকে পালক রেখে তিন সন্তান নিয়ে ওই বাড়িতে থাকতেন হ্যাপি।

অভিযুক্ত বারেক মিয়ার সাথে এ ব্যাপারে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি সদস্য বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দেন।

নয়াশতাব্দী/টিএ/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ