ঢাকা, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

ভুট্টাক্ষেতে প্লাস্টিকের ব্যাগে নবজাতকের মরদেহ

প্রকাশনার সময়: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫৬

লালমনিরহাটের হাতীবান্ধায় একটি ভুট্টাক্ষেত থেকে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার বড়খাতা ডিগ্রি কলেজের পাশের একটি ভুট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এদিন সকালে স্থানীয় দিনমজুররা জমিতে কাজ করতে গিয়ে নবজাতকের মরদেহটি দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

এলাকায় গুঞ্জন, সমাজের চোখে লজ্জা এড়াতে বলির পাঠা হতে হয়েছে নিরীহ নিষ্পাপ শিশুটিকে। রাতের আঁধারে প্লাস্টিকের ব্যাগে ভরে নবজাতকটি কে বা কারা বড়খাতা ডিগ্রি কলেজের পাশে ভুট্টাক্ষেতে ফেলে যায়।

ঘটনাটি খুবই দুঃখজনক মন্তব্য করে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নির্মল চন্দ্র মোহন্ত বলেন, এটা সামাজিক অবক্ষয়ের একটি চিত্র মাত্র। তদন্ত কাজে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।

নয়াশতাব্দী/টিএ/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ