গাইবান্ধা সদরে অটোরিকশার ধাক্কায় সাদিয়া আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার তুলশীঘাট-সাদুল্লাপুর আঞ্চলিক সড়কের ক্লাবের মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদিয়া আক্তার ইদ্রাকপুর ছওতুল হেরা নুরানী মাদরাসার পরিচালক হাফেজ মো. জালাল উদ্দিন রাজুর মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে শিশু সাদিয়া মাদরাসার সামনে থেকে একা রাস্তা পার হচ্ছিল। রাস্তার মাঝামাঝি পৌঁছালে হঠাৎ একটি অটোরিকশা সাদিয়াকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যায় সে। তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে শিশু সাদিয়া আক্তারের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত হয়ে উঠে এলাকাবাসী। তারা অটোরিকশাসহ চালককে আটক করে পুলিশকে খবর দেয়। শিশু সাদিয়ার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ