বগুড়ার কাহালুর থেকে অপহৃত কলেজছাত্রী (১৭) কে গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার বান্দাইখাড়া গ্রামের ফাউজুল করিম সুমনের বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ।
ওই রাতেই অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- মাগুড়া গ্রামের আমিনুল ইসলামের পুত্র মাহমুদুল হক (২০) ও মালঞ্চা বাজারের আবুল হোসেনের পুত্র আতাউর রহমান (৩২)।
কাহালু থানার এস আই আবু খয়ের জানান, কলেজছাত্রীর পিতা বৃহস্পতিবার একটি অপহরণ মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়েছে গত ১৪ সেপ্টেম্বর কাহালুর বেলঘরিয়া স্ট্যান্ড থেকে ভিকটিমকে তিনজন ব্যক্তি অপরণ করে একটি সিএনজিতে তুলে নিয়ে যায়।
এ ঘটনায় মামলা হওয়ার পরই তরিৎ ব্যবস্থা নিয়ে কলেজছাত্রীকে উদ্ধার করাসহ ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ