পাবনার ঈশ্বরদীতে মোবাইলে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় বিশাল (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (৪ ফেব্রয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঈশ্বরদী-রাজশাহী রেললাইনে আঙ্গারী পাড়া রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বিশাল উপজেলার সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়া গ্রামের যুবলীগ নেতা কবীর হোসেনের ছেলে এবং আরামবাড়িয়া বাজারের একটি কসমেটিকস দোকানের মালিক।
প্রত্যক্ষদর্শীরা জানান, আঙ্গারী পাড়ায় সরকারি জমিতে লিজ নিয়ে মাছ চাষ করতেন যুবলীগ নেতা কবীর হোসেন। প্রায় প্রতিদিনই বাবার মাছের খামার দেখাশোনা করতে যেত বিশাল। রোববারও অন্যান্য দিনের মতো মাছের খামার দেখাশোনা শেষে দুই লাইনের মাঝখানে দাঁড়িয়ে কথা বলতে ছিল তিনি।
সেই সময়ে হঠাৎ দুই লাইনেই ট্রেন চলে আসায় মাঝখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই বিশালের মৃত্যু হয়।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ