ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

মেহেন্দিগঞ্জে কোটি টাকার অবৈধ কারেন্ট জাল উদ্ধার

প্রকাশনার সময়: ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৫:০২

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া দক্ষিণ ইউনিয়নের কালীগঞ্জ বাজার ও লালগঞ্জ বাজারে নৌপুলিশের অভিযানে কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। অভিযানে আসার আগে সংবাদ পেয়ে দোকান ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে আত্মগোপনে চলে যান।

এসময় বাজার কমিটির লোকজনকে সাথে নিয়ে দোকানের তালা খুলে তল্লাশী চালিয়ে অনুমান ১ কোটি ২০ লক্ষ মিটার অবৈধ নতুন কারেন্ট জাল উদ্ধার করে নৌপুলিশ।

এবিষয়ে নৌপুলিশ ইউনিটের ইনচার্জ মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উলানিয়া দক্ষিণ ইউনিয়নের কালীগঞ্জ বাজার ও লালগঞ্জ বাজারে বৃহস্পতিবার নিন ব্যাপী সন্ধ্যা পর্যন্ত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ব্যবসায়ী শ্যামল দাস, নির্মল দাস, অমল দাস ও রাজন আইচের সুতার দোকান থেকে প্রায় ১ কোটি ২০ লক্ষ মিটার অবৈধ নতুন কারেন্ট জাল উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং আদালতের নির্দেশ মোতাবেক অবৈধ কারেন্ট জালের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান তিনি।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ