ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

গাইবান্ধায় ট্রাক্টরের ধাক্কায় ইজিবাইক দুমড়ে-মুচড়ে আহত ৫

প্রকাশনার সময়: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০৫

গাইবান্ধা সদরে মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় একটি যাত্রীবাহী ইজিবাইক দুমড়ে-মুচড় যাওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন শিশুসহ ৫ জন।

শনিবার (৩ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের কুমারপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- গাইবান্ধা সদর উপজেলার মীরের বাগান এলাকার মোজাফফর মিয়া (৬৫) ও একই পরিবারের ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত আব্দুস সালামের স্ত্রী ভুলু রানী (৫০), তার ছেলে সবুজ মিয়া (৩৫), সবুজরের মেয়ে শিমা আক্তার (৬), গুনভরী গ্রামের ফুয়াদ মিয়ার মেয়ে শিশু ফিমা আক্তার (১০) ও মগুলের ছেলে বাবু (৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দাড়িয়াপুর হাট থেকে গাইবান্ধা আসার পথে দ্রুতগামী একটি মাটিবাহী ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি যাত্রিবাহী ইজিবাইকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে যায়।

এসময় ইজিবাইকে থাকা দুই নারী, তিন শিশু ও চালক গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ভুলু রানীর অবস্থা গুরুত হওয়ায় রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন,‘ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের মধ্যে একজন নারীর কোমর থেকে পা পর্যন্ত গুরুতর জখম হয়েছে। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক্টরটিকে আটকপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ