ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

৭২ বছরেও যে আশা নিয়ে ইজতেমায় মোহাম্মদ আলী

প্রকাশনার সময়: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪০
ইজতেমায় ৭২ বছর বয়সী মোহাম্মদ আলী। ছবি- আরিফ শেখ

৭২ বছর বয়সী মোহাম্মদ আলী। চট্টগ্রাম শহর থেকে এসেছেন বিশ্ব ইজতেমার মাঠে। ঠিক মতো কথাও বলতে পারেন না তিনি। তবুও ইজতেমার এসেছেন মহান আল্লাহ তাআলার নিকট গুনাহ মাফের আশায়।

শতাব্দী প্রতিবেদকের সঙ্গে এক আলাপকালে মোহাম্মদ আলী বলেন, ‘শরীর নিয়ে চলতে পারি না। মুখ দিয়ে ঠিক মতো কথাও আসে না এখন। তবুও ইজতেমার মাঠে আসি আমি। একটাই কারণ, মহান আল্লাহ তাআলার নিকট নিজের গুনাহ মাফের আশায়।’

‘নিশ্বাস যতদিন আছে, ততদিন ইজতেমায় আসবো’ বলেও যোগ করেন তিনি।

অন্য এক প্রশ্নের জবাবে বৃদ্ধ মোহাম্মদ আলী বলেন, ‘এবারের ইজতেমার পরিবেশ অনেক ভালো। নিরাপত্তা নিয়েও আমাদের কোনো দ্বিমত নেই।’

এদিকে, দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতিতে গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমায় দ্বিতীয় দিনের আম বয়ান।

শনিবার (৩ ফেব্রুয়ারি) তুরাগ তীরেআল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নিজের ইমান, আমল ও আখলাককে পরিপূর্ণ শুদ্ধরূপে গড়ে তুলতে বয়ান শুনছেন ইজতেমার শীর্ষ আলেম ও মুরুব্বিরা।

রোববার (৪ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শনিবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে বলে ইজতেমা সূত্রে জানা গেছে।

নয়া শতাব্দী/এএস/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ