ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রকাশনার সময়: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০৭ | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১৫

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় দুই জন আহত হয়।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কালিহাতী এবং সকালে ঘাটাইল উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভ্যানচালক কালিহাতী উপজেলার শুকুর মন্ডলের ছেলে সাত্তার (৪০) ও কাঁচামাল ব্যবসায়ীএকই উপজেলার কুর্শাবেনু গ্রামের আব্দুল হক খানের ছেলে মমিন (৩৭) এবং ঘাটাইল উপজেলার লোকের পাড়া ইউনিয়নের মৃত হিটলার খার ছেলে টিটু খাঁ (৬০)।

শনিবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা বাসস্ট্যান্ড এলাকায় বাসচাপায় ভ্যানচালক ও কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়।

পুলিশ জানায়, উপজেলার গোহালিয়াবাড়ী থেকে ভ্যানচালক কাঁচামাল নিয়ে যাচ্ছিল। এসময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস অন্য একটি ভ্যানকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই ভ্যানচালক ও কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই নাজমুল হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে সকালে ঘাটাইল উপজেলার সালেংকা মোড়ে মাটি ভর্তি ড্রাম ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক অটোচালক নিহত হয়। এ ঘটনায় দুই জন আহত হয়।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, শনিবার সকালে তাদের এক আত্মীয়ের জানাজা নামাজে শরিক হতে একটি অটো গাড়িতে করে উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের নাটশালা গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়ক পার হয়ে দিঘলকান্দী ইউনিয়নের সালেংকা মোড়ে পৌছালে মাটি ভর্তি ড্রাম ট্রাকের সাথে অটোগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোচালক ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় অটোগাড়ির দুই যাত্রী আহত হন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ