ঢাকা, শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১, ১ রবিউস সানি ১৪৪৬

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল শিশুসহ তিনজনের

প্রকাশনার সময়: ০২ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৫৯ | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৪৯

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নাটোরের জোনাইল ‍উপজেলার রতন (২৭) ও তার ছেলে সানি (৬) এবং রাজশাহীর বেলপুকুরের বাসিন্দা শরীফ।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই তৌয়ব আলী বলেন, শুক্রবার রাতে আনালিয়াবাড়ী এলাকায় একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে পড়ে। এ সময় বাসটি মেরামত করার সময় যাত্রীরা মহাসড়কের পাশেই রেললাইনে হাঁটাহাঁটি করছিল। তার কিছুক্ষণ পরে ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী চিলাহাটি এক্সপ্রেসের নিচে কাটা এক শিশু এবং দুই ব্যক্তি নিহত হয়। নিহতদের মধ্যে বাবা-ছেলে রয়েছে। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে।

টাঙ্গাইল রেলস্টেশন পুলিশের এসআই আলী আকবর বলেন, ঘটনাস্থলে থেকে তিনজনের মরদেহে উদ্ধার করে আইনের প্রক্রিয়ার মাধ্যমে মরদেহে হস্তান্তর করা হবে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ