চাঁদপুরের মতলব উত্তরে লুধুয়া গ্রামে ছোট ভাই শুকুর প্রধানের লাঠির আঘাতে বড় ভাই আলমগীর হোসেন প্রধান (৪৮) নিহত হয়েছেন।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের লুধুয়া গ্রামে গাছ কাটাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
নিহত আলমগীর হোসেন প্রধান উপজেলার ফতেপুর পুর্ব ইউনিয়নের লুধুয়া গ্রামের নূর হোসেন প্রধানের বড় ছেলে।
নিহতের পরিবার জানায়, সকালে ছোট ভাই শুকুর গাছ কাটছিল। এসময় বড় ভাই আলমগীর গাছ কাটায় বাধা দিলে এক পর্যায়ে ছোট ভাই তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। পরে পরিবারের লোকজন উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মেয়ে খালেদা বেগম বলেন, আমার বাবা ঢাকায় একটি মসজিদে ইমামতি করতেন। এলাকায় ওয়াজে অংশগ্রহণ করার জন্য গতকাল বৃহস্পতিবার বাড়িতে এসেছিলেন। শুক্রবার সকালে আমার চাচার বাড়িতে গাছ কাটছিলেন। তখন বাবা গাছ কাটায় বাধা দিলে একপর্যায়ে চাচা লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে আমার বাবা
মাটিতে পড়ে যান।মতলব দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. কৌশিক হাওলাদার জানান, সকাল পৌনে ১১টার দিকে ভিকটিমকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন। তার মাথায় আঘাত লাগায় নাক দিয়ে রক্ত বের হয়েছিল। মস্তিষ্কের রক্তক্ষরণের কারণেই মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, নিহত আলমগীর হোসেন প্রধানরা ছয় ভাই। সম্পত্তি নিয়ে ভাইদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন জানান, খুনি শুকুর প্রধানকে পুলিশ আটক করেছে। মামলার প্রস্তুতি চলছে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ