ঢাকা, শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১, ১ রবিউস সানি ১৪৪৬

নাটোরে ইউপি সদস্যের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

প্রকাশনার সময়: ০২ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০৭

নাটোরের গুরুদাসপুরে সবুজ আলী (২৮) নামের এক যুবককে মারপিটের ঘটনায় মো. স্বপন মোল্লা নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে স্থানীয়রা।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

একইসঙ্গে ওই ইউপি সদস্যসহ বেশ কয়েকজনের নামে গুরুদাসপুর থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে।

আহত সবুজ আলীর ভাই মো. মানিক আলী জানান, নাজিরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মেম্বার নির্বাচিত হওয়ার পর থেকেই স্বপন মোল্লা ও তার লোকজন অসহায় মানুষের ওপর অত্যাচার শুরু করেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার ছোট ভাই সবুজ আলীকে গত মঙ্গলবার (৩০ জানুয়ারি) স্বপন মোল্লা ও তার লোকজন মোটরসাইকেলযোগে এসে লক্ষীপুর স্কুল মাঠে বসে থাকা তার ভাইয়ের ওপর দেশিয় অস্ত্র দিয়ে হামলা চালায়। ঘটনাস্থল থেকে তার ভাইকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। শুধু তার ভাই-ই নয়, আরও অনেক মানুষ তার নির্যাতনে অতিষ্ঠ হয়ে পড়েছে। তাই প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা সকালে ঝাড়ু মিছিল বের করে।

তবে এসব অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য স্বপন মোল্লা বলেন, ‘এমন কোনো ঘটনার সঙ্গে আমি সম্পৃক্ত নই। সুনাম ক্ষুণ্ণ করার জন্য প্রতিপক্ষরা হয়তো এগুলো বলছে। মারপিটের বিষয়ে আমার কিছুই জানা নেই।’

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জল হোসেন এ বিষয়ে জানান, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নয়া শতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ