শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

সাতক্ষীরায় ৩৪ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ২

প্রকাশনার সময়: ০২ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০৯ | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১৪

সাতক্ষীরার দেবহাটায় ট্রাকের ইঞ্জিনে লুকিয়ে আনা ৩৪ হাজার পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (২ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার পারুলিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, চট্টগ্রাম জেলার হালিশহর থানাধীন উত্তর হালিশহর গ্রামের মোহাম্মদ হোসেন (৪৫) ও কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন উত্তর নোয়াপাড়া গ্রামের মজিব উল্লাহ (৩৫)।

র‌্যাব-৬ এর অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হক জানান, কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা সাতক্ষীরার শ্যামনগর ও দেবহাটায় এনে বিক্রি করা হবে, এমন খবর পেয়ে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর র‌্যাব সদস্যরা দেবহাটার পারুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। পরে কক্সবাজার থেকে আসা সেই মাদক কারবারিদের ট্রাকটিকে দেখে ধাওয়া করেন র‌্যাব সদস্যরা।

এরপর রাত আড়াইটার দিকে পারুলিয়া দক্ষিণ জেলেপাড়া ইটের রাস্তার সোলিং এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয়। এ সময় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে ট্রাকের ইঞ্জিনের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৪ হাজার পিস ইয়াবা ও দুটি মোবাইল সেটসহ নগদ ২৮ হাজার ৯১২ টাকা জব্দ করা হয়।

র‍্যাব আরও জানায়, আটককৃত ইয়াবার দাম প্রায় এক কোটি টাকা। এ বিষয়ে শুক্রবার দেবহাটা থানায় মাদক আইনে একটি মামলা দিয়ে আসামিদের হস্তান্তর করা হয়েছে।

নয়াশতাব্দী/ডিএ/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ