ঠাকুরগাঁওয়ে এক নারী উদ্যোক্তার স্থাপনা রাতের আধারে ভাঙচুরের অভিযোগ উঠেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টেকনিশিয়ান মাহফুজুর রহমান মানিকের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের বালাপাড়ার মোসাররাত জাহান মনির আবদারি ডেইরি ফার্মে এ ঘটনা ঘটে।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেলে সরেজমিনে দেখা যায়, ফার্মের পাশে তৈরি করা স্থাপনা ভেঙে পড়ে আছে। চারপাশে বিছিন্ন অবস্থায় পড়ে আছে স্থাপনার নির্মাণ সামগ্রী।
আবদারি ডেইরি ফার্মের স্বত্বাধিকারী মোসাররাত জাহান মনি বলেন, ২০০৯ সাল থেকে আমি আমার বাবার জায়গায় এই ফার্মটি করেছি। বাবা নিজেই এখানে ফার্মের জন্য সবকিছু করে দিয়েছেন। গতকাল আমি এই স্থাপনা নির্মাণ করে শহরের বাসায় গিয়েছি। কিছুক্ষণ পরে সিসিটিভি ফুটেজে দেখতে পাই মানিক তার সাথে কয়েকজন লোকজন নিয়ে রাতের বেলা ভাঙচুর করেছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি আইনের আশ্রয় নেব। একজন সরকারি কর্মচারী হয়ে কিভাবে এমন কাজ করতে পারে তা আমার বুঝে আসে না। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এ বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলতে রাজি হননি মাহফুজুর রহমান মানিক।
১৯ নম্বর বেগুনবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বনি আমিন বলেন, তারা দুজনে আপন ভাই-বোন। স্থাপনা ভাঙচুরের বিষয়ে আমার কিছু জানা নেই।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, আমরা শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, বিষয়টি অবগত হলাম। ওই ইউনিয়নের চেয়ারম্যানের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ