লালমনিরহাটে সিদেল চোর, ছিনতাই, অপহরণ ও খুনের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। গত দুই সপ্তাহে মাথা বিহীন মরদেহ উদ্ধার, কালীগঞ্জে দুই প্রতিবন্ধীর রিকশা ও গরু চুরি, সদরে ২টি দোকান ও ৩টি বাড়িতে সিঁদেল চুরির ঘটনা ঘটেছে।
মোগলহাট ও মহেন্দ্রনগরে অপহরণের পর নির্মম নিযার্তন করে অর্থ আদায় ঘটনা ঘটেছে। প্রতি রাতে দূর হতে ভেসে আসে জুয়ার আসরে বাজানো ড্রাম সেটের মিউজিক। সদরের টিটিসি রোডে ছিনতাই নিত্যনৈমিত্তিক ঘটনা। এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা রহস্যজনক।
হাতীবান্ধা কালিগঞ্জ ও সদরে আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি ঘটেছে। এই তিন থানায় দোকান, বাড়িতে ঘটছে একের পর চুরির ঘটনা। গত ৩১ জানুয়ারি রাতে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ২ নম্বর ফুলগাছ (ভারালদা) বাজারে মফিজুলের গালামাল ব্যবসা-প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটে। কয়েকদিন আগে একই ইউনিয়নের কোদালখাতার (সুভাষ মাঝি) মার্কেটের ইসরাইলের গালামাল ব্যবসা প্রতিষ্ঠান চুরি হয়।
এদিকে গত ২৪ জানুয়ারি সদর উপজেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হযরত আলীর ফুলগাছের বাড়িতে সিঁদেল চুরির ঘটনা ঘটে। চুরি যায় ১টি সেচ মটর, নিত্য প্রয়োজনীয় পারিবারিক ব্যবহার সামগ্রী, প্রেসার কুকার, সয়াবিন তেলের জার্কিন, চালের কন্টিনার। গোকুন্ডা ইউনিয়নের মন্ডলের হাটের মো. ইয়াকুব আলীর ও খালিশার বিশ্বনাথের গরু চুরি যায়।
এদিকে ৩১ জানুয়ারি বিকাল ৪টায় মোগলহাটের ইটাপোতা (মেঘারাম) গ্রামের গরু ও মহিষ ব্যবসায়ী মো. হাতেম আলী বড়বাড়ী হাটে মহিষ কিনতে গিয়ে অপহৃত হয়। দুইদিন পর শুক্রবার মো. হাতেম আলীকে টাঙ্গাইলের একটি তেল পাম্পের কাছে অবচেতন অবস্থায় পাওয়া গেছে বলে স্বজনদের কাছে খবর এসেছে।
হাতীবান্ধায় ভুট্টাখেতে মাথা বিহীন মরদেহ মিলেছে। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। কালীগঞ্জে দুই প্রতিবন্ধীর রিকশা ও গরু চুরি হয়েছে। মহেন্দ্রনগরে এক যুবককে ধরে নিয়ে র্নিমম নির্যাতন করে অর্থ আদায় করা হয়। এসব ঘটনার কোনটির কোনো আইনি পদক্ষেপ নেয়া হয়নি। এমন কি চুরি যাওয়া কোনো পণ্য পুলিশ উদ্ধার করতে পারেনি। জেলা সদরের টিটিসি রোডে ছিনতাই ও ছিনতাইয়ের ঘটনার তথ্য দেয়ায় ছিনতাইকারীর হামলার শিকার হওয়ার ঘটনায় পুলিশের জোরাল কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।
পুলিশের রহস্যজনক আচরণে সাধারণ মানুষ হতাশ। এ বিষয়ে পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। পুলিশের একটি সূত্র দায়সারা কথা বলছে অপরাধের ঘটনায় তদন্ত চলছে।
নয়াশতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ